top of page
Khadija-Moschee,_Berlin,_Germany_-_20110603.jpg

তালিমী সিলেবাস

লাজনা ইমা'ইল্লাহর শতবার্ষিকীর প্রেক্ষিতে লাজনা ইমাইল্লাহ্,বাংলাদেশের পক্ষ থেকে কিছু কার্যক্রম হাতে নেয়া হয়েছে ইনশা’আল্লাহ্। বাস্তবায়ন আমরা সবাই মিলে করবো,ইনশা’আল্লাহ্।

মসীহ্ মাওউদ (আ.)- এর বই পড়া কর্মসূচি; নির্ধারিত বইসমূহ যারা পরে শেষ করবেন এবং প্রতিটি বইয়ের উপর পকেট পর্যায়ে আলোচনা সভা করে এর ওপর কুইজ প্রতিযোগিতা হবে।

স্থানীয়, আঞ্চলিক ও কেন্দ্রীয় তালিম-তরবীয়তী ক্লাসে নজম শিখানো এবং ইজতেমায় প্রতিযোগিতার মাধ্যমে বাস্তবায়ন করা হবে।

কোরআন তেলাওয়াত:

২০২০-২০২১

   

১। সূরা জুমআ       

২।  সূরা আস সাফ 

২০১৯-২০২০ : 

   

১।  সূরা ইয়াসীন প্রথম রুকু     

২। সূরা হাশরের শেষ রুকু

দোয়াসমূহ:

২০১৯-২০২০ : 

   

১। দোয়ায়ে হাজত

২। রুজি রোজগার বৃদ্ধি ও আনন্দ লাভের দোয়া।

৩। নামাজের সিজদার দোয়া

২০২০-২০২১ 

 

১। সাইয়েদুল ইস্তেগফার

২। সফলতা  লাভের জন্য দোয়া (ইসলামী ইবাদত, পৃ.১২৮)

৩। অসুবিধাসমূহ দূর করনার্থে  দোয়া (ইসলামী ইবাদাত, পৃ.১৫৭)

৪। ক্রোধ এবং আবেগের প্রভাব হতে রক্ষার দোয়া (ইসলামী ইবাদত, পৃ.১৫৪)

২০২১-২০২২

 

১। ঘরে প্রবেশের দোয়া (ইসলামী ইবাদত, পৃ.১৪৯)

২। ঘর হতে বের হওয়ার দোয়া (ইসলামী ইবাদত, পৃ.১৪৮)

৩। পূর্ণ রোগ মুক্তির জন্য দোয়া (ইসলামী ইবাদত, পৃ.১৬৫)

৪। পুণ্যবানদের মাঝে অন্তর্ভুক্তি, সত্য কথা বলা ও পিতার জন্য দোয়া (ইসলামী ইবাদত, পৃ.১৩৪)

লাজনা বই পড়া কর্মসূচি

২০১৯-২০২০ : 

   

১। আল্ ওসিয়্যত         

২। ফতেহ ইসলাম     

৩। হাকিকাতুল মাহ্দী       

৪। রাযে হাকিকত       

৫। হামামাতুল বুশরা

২০২০-২০২১ 

 

১। কিশতিয়ে নূহ

২। আহমদী ও গায়ের আহমদীদের পার্থক্য

৩। সবুজ ইজতেহার     

৪। একটি ভুল সংশোধন       

৫। বারাকাতুদ দোয়া

২০২১-২০২২

 

১। ইসলামী নীতি দর্শন       

২। লেকচার লুধিয়ানা       

৩। নুরুল কোরআন       

৪। নিশানে আসমানী       

৫। পয়গামে সুলেহ

শতবার্ষিকীর জন্য নযম

দিল কি আওয়াজ বই থেকে

২০১৯-২০২০ : 

   

১। ইসলাম আওর বাণী ইসলাম[মসীহ্ মাওউদ (আ.), পৃ.২৫]       

২। ফুল তুম পার ফারিশতে নিছাওয়ার কারে [কালামে তাহের, পৃ.১২৯]

২০২১-২০২২

 

১। হামদে রাব্বুল আলামিন দূররে সামিন, পৃ.৩৮-৩৯]         

২। কাশকোল মে ভার দে জো মেরে দিল মে ভারা হ্যা [কালামে তাহের, পৃ.১১০]         

৩। তারিফ কে ক্বাবেল হ্যা ইয়া রাব তেরে দিওয়ানে [কালামে মাহমুদ, পৃ.৯৩]

২০২০-২০২১ 

 

১। মুনাজাত আওর তাবলীগে হাক্ক [দূররে সামিন, পৃ.৩২]       

২। যিকরে খুদা পে যোর দে যুলমাতে দিল মিটায়ে জা [কালামে মাহমুদ, পৃ.৮৫]

bottom of page