
নও মুবাইয়াত
(নতুন বয়াতকারিনী)
Organizational responsibilities
. It is the responsibility of the Secretary Training to take all possible measures for the spread of religious and conventional education in Lajna.
. The Secretary will prepare programs for the education of illiterate women and children in Talim Jamaat so that every woman and child can read and write. Secretary Talim will also remind about the importance of education for boys.
. The Secretary Training will draw the attention of the Majlis to the following matters:
i - Teaching to read the Holy Qur'an
ii - Teaching translation of Holy Quran
iii - Memorized with translation of prayers.
iv - Teaching books written by Hazrat Masih Maud (AS)
69. Secretary Talim Ahmadi will be responsible for preparing and conducting the examination as per the syllabus prescribed by Lajna Imamillah.
This week of Yug Khalifa
(Latest)
স্থানীয় মজলিসের সারা বছরের কাজ সুষ্ঠ ও সুন্দর ভাবে পরিচালনার জন্য কেন্দ্র থেকে কিছু নির্দেশনা প্রদান করা হলো। আশা করি, নির্দেশনা অনুসারে কাজ করলে সময় ও অর্থের সাশ্রয় হবে এবং ফলপ্রসূ ও হবে, ইনশাল্লাহ।
১। প্রথম বছরের ২ টি লেভেল ভাগ করা হয়েছে।
২। প্রত্যেক লেভেল প্রথম ৬ মাস পড়ানোর পর পরীক্ষা নিয়ে রিপোর্ট বা ফলাফল কেন্দ্রে প্রেরণ করবেন।
৩। প্রতি মাসে নও মোবাঈন দের একটি ক্লাসের ব্যবস্থা করবেন। ক্লাসের উপস্থিতির সংখা কেন্দ্রে জানাবেন।
৪। বছরে ১ বার নও মোবাঈনদের নিয়ে একটি সেমিনারের আয়োজন করুন।
৫। জামা’তের প্রত্যেক দপ্তরের বিভিন্ন অনুষ্ঠানে যেন নও মোবাঈন উপস্থিতি থাকেন সেটা লক্ষ্য রাখবেন।
৬। তিন মাস পর পর নও মোবাঈন দের নিয়ে যে কার্যক্রম করা হয়েছে তা চিঠির মাধ্যমে কেন্দ্রে প্রেরণ করবেন।
৭। যাদের ৩ বছর অতিক্রম হয়ে যাবে তাদের নাম কেন্দ্রে জানিয়ে দিবেন।
প্রতিবছরের মতো এ বছর ও সিলেবাস তিনটি ভাগে সাজানো হয়েছে।
কর্মশালা ২১-২২
১। যে সকল স্থানীয় জামাতে নও মুবাইয়াত সদস্য রয়েছেন তাদের প্রথমেই তাজনীদভুক্ত করুন। যাদের বয়াতের সাল তিন বছর অতিক্রম হয়েছে এবং নিয়মিত জামাতের সাথে যোগাযোগ রেখেছেন, চাঁদা প্রদানেও অংশগ্রহণ করেছেন এবং নেজামের সাথে সম্পৃক্ত আছেন উনাদের নাম নও মউবাইয়াত থেকে বাদ দিয়ে দিবেন। সেই ক্ষেত্রে তাজনীদে নও মুবাইয়াত সংখ্যা কমে আসবে।
২। নেজামের প্রতিটা কাজে নও মুবাইয়াদের দাওয়াত পৌঁছাবেন।
৩। তালিম, তরবিয়ত, তবলীগ নও মুবাইয়াত সেক্রেটারি নও মুবাইয়াদের নিগরান করবেন, এদের নিজস্ব দপ্তরের কাজে নও মউবাইয়াদের উপস্থিতি নিশ্চিত করবেন। এতে নতুনদের তালিম ও তরবিয়তের উন্নতি হবে, ইনশাআল্লাহ্।
৪। নতুন আহমদীদের বয়স, যোগ্যতা, চাহিদা অনুযায়ী বন্ধুত্ব তৈরি করুন।
৫। প্রত্যেক মাসে ২/১ টি ক্লাসের ব্যবস্থা গ্রহণ করবেন।
৬। বছরে একটা সেমিনারের আয়োজন করবেন।
৭। শতবার্ষিকী টার্গেট ১০০ ভাগ নও মুবাইয়াদের সাথে যোগাযোগ স্থাপনে আপনারা সাহায্যের হাত বাড়াবেন, ইনশাআল্লাহ্।